ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকের বারান্দায় পড়ে ছিল নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ঢামেকের বারান্দায় পড়ে ছিল নবজাতকের মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় বারান্দা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি জানান, পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর ওয়ার্ডের পাশে বারান্দায় লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকটিকে পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে, নবজাতকটি ছেলে না মেয়ে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।