ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত্যু

১২ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
১২ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ আজ নিহতদের ডিএনএ নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরগুনা: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত দাবিদার ১২ স্বজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে আজ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনা সদর জেনারেল হাসপাতালে ঢাকা থেকে আসা সিআইডির ৪ সদস্যের ফরেনসিক দল এ নমুনা সংগ্রহ করেছেন।

এর আগে, সোমবার (২৭ ডিসেম্বর ) বিকেল চারটায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হলে ২৩ জন নিখোঁজ ব্যক্তির পক্ষে ২৭ জন নমুনা দেন। বাকি ১২ স্বজনদের নমুনা আজ সকাল ১১টায় গ্রহণ করার কথা রয়েছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপির নির্দেশে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল টেকনোলজিস্ট তাজুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা অন্তত ৪৩ এর গিয়ে দাঁড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।