ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক জব্দ মোবাইল

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  সোমবার (২৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে শহরের আরামপাড়া থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বর্তমানে পাড়ার গলি, স্কুল-কলেজ গেট অথবা কোনো উদ্যানে ১১-১২ থেকে ১৬-১৭ বছরের দলবদ্ধ কিছু কিশোর দেখা যায়, যাদের চাহনিতে আছে রুক্ষতা, নেই নম্রতা-ভদ্রতার ছাপ। অশ্লীল অঙ্গভঙ্গি অথবা মোটরসাইকেলের বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করা তাদের কাজ। এ সব কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িয়ে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের আরামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ‘কিশোর গ্যাং’ এর ৮ জন সদস্যকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৭টি মোবাইল ফোন ও ১৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আটক কিশোররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে সংশোধনের জন্য র‌্যাবকে প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করে র‌্যাব।

পরে তাদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট প্রবেশন অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।