ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলকে ধাক্কা দিচ্ছেন কেন, মন্ত্রীর প্রশ্ন!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
রেলকে ধাক্কা দিচ্ছেন কেন, মন্ত্রীর প্রশ্ন!

ঢাকা: রেল ক্রসিয়ে রেলের নিরাপত্তার জন্য ব্যারিয়ার দেওয়া হয় জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যে সড়কগুলো রেল লাইন ক্রস করে সেগুলোর দায়িত্ব সড়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের।

আইন অনুযায়ী রেল চলার সময় ১৪৪ ধারা জারি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, রেল অগ্রাধিকার।

কিন্তু সিগন্যাল না মেনে ব্যারিয়ার ভেঙে আপনি রেলকে ধাক্কা দিচ্ছেন কেন!

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ৫৮০টি মিটার গেজ ওয়াগন সংগ্রহে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে, ব্যারিয়ারে গ্যাপ দিয়ে মোটরসাইকেল, সিএনজি, রিক্সা পথচারী পারাপার করে। ব্যারিয়ারের গ্যাপ কমানো যায় কিনা- প্রশ্নে রেলপথমন্ত্রী বলেন, এটা দায়িত্ব কার এটা রেলকে দিচ্ছেন কেন আমি ব্যারিয়ার দিয়েছি আপনি যাতে আমার রেলকে ধাক্কা দিতে না পারেন। আমার রেলে নিরাপত্তাটুকু দিচ্ছি। আপনি সিএনজি নিয়ে পার হবেন, সেই ব্যবস্থার জন্য তো গেট করিনি। রেল আইন অনুযায়ী, যখন রেল চলে তখন ১৪৪ ধারা জারি থাকে। রেলকে তো অ্যাক্সেস দিতে হবে, রেল সবার অগ্রাধিকার।

রেলপথমন্ত্রী বলেন, এখন যদি আমি নতুন রেল লাইন করি, ধরেন যে ঢাকা থেকে কক্সবাজার রেল লাইন করছি, আমি যদি কোনো সড়ক পথ অতিক্রম করি রেল দিয়ে, তাহলে হয় আন্ডারপাস বা ওভারপাস করার দায়িত্ব আমার বা সমন্বয় আমি করে নেব। কিন্তু যেখানে ব্রিটিশ আমল থেকে একশ দেড়শ বছর বা আশি বছর থেকে যে লাইন আছে, এখন আপনি রাস্তা দিয়ে আমার রাস্তা ক্রস করছেন, আপনার নিরাপত্তা তো…, আমি বলেছি স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ- তাদের দায়িত্ব এটা, রেলের নয়। পৌরসভার দায়িত্ব এটা।  

মন্ত্রী বলেন,‘ব্যারিগেটটা আমি দেই আমার রেলে জন্য, ক্ষতি আপনার যেমন হয় আমারও হয়। আপনি তো ধাক্কা দিলেন, আমি তো আমার লাইন দিয়ে চলছি। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। ’

অবৈধ ক্রসিংগুলো বৈধ করার কোনো প্রক্রিয়া আছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, বৈধ বা অবৈধ নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এনওসি দিয়ে আমরা বৈধতা দেই, কিন্তু তার মানে এই নয় যে তাদের পারাপারের দায়িত্ব আমি নিলাম। আমি পারমিশন দিয়েছি যে পার করেন। কিন্তু আপনার লোক দিয়ে আপনি পার করবেন। আমার নিরাপত্তা ঠিক রেখে আপনি আপনার বাস, ট্রাক, সিএনজি, মানুষ নিয়ে যান। এই দায়িত্ব আপনার। আর অবৈধ যেগুলো বলছি সেগুলোও আমাদের দায় দায়িত্ব না। আমার দায় দায়িত্ব যতটুকু নেই সেটা আমার রেলের চলাচলের দায়িত্ব নেই, আমি আপনার দায়িত্ব নেই না।

মন্ত্রী বলেন, জীবনটা আমার, গাড়িটা আমার। মানুষকে সচেতন করাটা জরুরি, সিগন্যাল যখন পড়লো তখন তো আটকে যাওয়ার কথা। সিগন্যাল তো দূরের কথা, সেখানে ব্যারিয়ার ভেঙে যাচ্ছে। এই লোকটাকে কীভাবে সামলাবো বলেন?  

‘আপনি দেখেন, লেবেল ক্রসিংয়ের ওপর ট্রাক উঠে দাঁড়িয়েছে। আপনি প্রয়োজনে শহর বাড়াচ্ছেন, আপনি মেয়র মহোদয় নতুন রাস্তা রেলের ওপর দিয়ে ক্রস করাচ্ছেন। নিরাপদ রাস্তা দেওয়ার দায়িত্ব আপনার। ’

মন্ত্রী আবারও বলেন, আমি যে রেল ক্রসিংয়ে ব্যারিয়ার দেই, গেট দেই সেটা আমার রেল যাবে তার নিরাপত্তার জন্য। কিন্তু আপনি মোরসাইকেলে পার হবেন, আপনার নিরাপত্তার জন্য, আমি মনে করবো আপনি রেলকে ধাক্কা দিলেন। আমার নিরাপত্তার বিঘ্ন ঘটিয়েছেন, রেল নয়।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআইএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।