ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

খেলা হবে, সব ধরনের খেলাই আমরা খেলবো: শামীম ওসমান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
খেলা হবে, সব ধরনের খেলাই আমরা খেলবো: শামীম ওসমান 

নারায়ণগঞ্জ: নৌকাবাইচ এ দেশের ঐতিহ্যবাহী একটি খেলা। আমরা এটা আবারও আয়োজন করবো।

এছাড়া আমাদের গ্রামীণ যে খেলা আছে কাবাডি, হাডুডু সে খেলাগুলোও আয়োজন করবো। খেলা হবে, সবধরনের খেলাই হবে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের বক্তাবলীতে নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন।  

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা ভাবছেন আমি অন্যকিছু নিয়ে কথা বলবো কিন্তু না, আমি আজ নৌকাবাইচ নিয়েই কথা বলবো। আমি পুলিশের স্পিড বোটে লাফ দিয়ে উঠেছি এবং নৌকাবাইচ দেখেছি। তিনটা নৌকা ডুবে গেছে। আমরা মনে করি আমাদের যে স্লোগান ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে সব যায়গায়, যেটা আমার মত ছোট একটা মানুষ বলেছিল যে, খেলা হবে। সেই খেলা আজকে হয়েছে। আমরা যদি ন্যায় করি, প্রথম ও দ্বিতীয় কে হয়েছে সেটা বিবেচ্য না। কারণ, এখানে আমার মত কিছু লোক ছিল চতুর। ওরা অর্ধেক রাস্তা থেকে নৌকা চালিয়ে এসে পড়েছে। ওরা একটু বুদ্ধিমান, তবে আমরা সবটা দেখেছি।  

শামীম ওসমান আরও বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি। খেলা যেহেতু হয়েছে, প্রাইজমানি সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। আমি দেখেছি শেষ মাথা পর্যন্ত নদীর দুইপাড়ে মানুষ আর মানুষ। এখানে আমারও একটা টিম ছিল। ওই টিমকে বলেছি ফার্স্ট হইও না, পেছনে থাকো। আমি দেখেছি বোরখা পড়া হাজার হাজার মহিলা আনন্দ করছেন। তারা যেই আনন্দটা আমাদের দিয়েছেন সেটার জন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি নিজেও প্রবীণ, আমার বয়স ষাট বছর হয়ে গেছে। এই নৌকাবাইচ দেখে এত মজা লেগেছে, আমরা এটা আরও করবো। এছাড়া আমাদের গ্রামীণ যে খেলা আছে কাবাডি, হাডুডু সে খেলাগুলোও আয়োজন করবো। খেলা হবে, সবধরনের খেলাই হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।