ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় শিশু-যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় শিশু-যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিশু ও যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ও সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত দুজন হলো- জামালপুর সদর থানার হামিদপুর এলাকার আনিসুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৫) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনির মিয়ার মেয়ে রাইসা মনি (৭)। এ ঘটনায় নিহত রাইসা মনির নানি ছকিনা বেগম (৬০) আহত হয়েছেন।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, মৌচাক এলাকায় নানির সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন রাইসা মনি। এ সময় একটি ড্রাম ট্রাক রাইসা মনি ও তার নানি ছকিনা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাইসা মনি ঘটনাস্থলে মারা যায় এবং তার নানি ছকিনা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ছকিনা মৌচাক এলাকায় বাসা ভাড়া থাকেন।  

এদিকে সকালে মৌচাক দোকানপাড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল আতিকুল ইসলাম। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আতিকুল মারা যান। তিনি জিরানী এলাকায় একটি কারখানার শ্রমিক ছিলেন।
 
আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।