ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় ৩০০ শীর্তাত পেল বসুন্ধরার কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
শালিখায় ৩০০ শীর্তাত পেল বসুন্ধরার কম্বল

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শীতার্ত ৩শ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন। সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘের শালিখা উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন।  

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক উল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শাবানা, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান।  

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান, দীপক চক্রবর্তী, ইব্রাহিম আলী মোনাল, নওয়াব আলী, তারেক হাসান, নাজমুল হক প্রমুখ। এসময় বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।  বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন।   

এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বল প্রাপ্ত শীতার্ত মানুষেরা।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।