ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইন গ্রীন ফুডকে ৯৬ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, ডিসেম্বর ২৮, ২০২১
ইন গ্রীন ফুডকে ৯৬ হাজার টাকা জরিমানা

ঢাকা: পণ্যের ওজন যন্ত্রের সনদ না থাকার অপরাধে রাজধানীর উত্তরখান এলাকায় ইন গ্রীন ফুড প্রতিষ্ঠানকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলাবর (২৮ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরখান থানাধীন সরকার বাড়ি এলাকায় ইন গ্রীন ফুড প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বাংলানিউজকে বলেন, ইন গ্রীন ফুড প্রতিষ্ঠানে পণ্য পরিমাপের ওজন যন্ত্রের সনদ না থাকার অপরাধে ওজন ও পরিমান মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১), ৩২(১) ধারা মোতাবেক প্রতিষ্ঠানের ম্যানেজার ওয়াহিদুজ্জামানকে (৫৩) ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসজে/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।