ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, ডিসেম্বর ২৯, ২০২১
নগরকান্দায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুচ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, জামাল মোল্লাসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।