ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজ কিশোরীর পোড়া মরদেহ মিললো বাঁশবাগানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, ডিসেম্বর ২৯, ২০২১
নিখোঁজ কিশোরীর পোড়া মরদেহ মিললো বাঁশবাগানে

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর মারুফা আক্তার (১৪) নামে এক কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে ওই কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফা আক্তার ওই এলাকার কৃষক মজিবর রহমানের মেয়ে। সে জেলার ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ওই কিশোরীর বাড়ির কাছের জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ওই কিশোরীকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে, মৃত্যুর আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতের কোন এক সময় ওই কিশোরী নিখোঁজ হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০২১
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।