ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ডিসেম্বর ২৯, ২০২১
রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে কাগজের কার্টন বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অভয় বিশ্বাস (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতীকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

অভয় উপজেলার গোয়ালবাথান গ্রামের মৃত কালী কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

জানা গেছে, উপজেলার তাঁতীকান্দি নামক স্থানে যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে অভয় বিশ্বাস নামে এক যাত্রী ছিঁটকে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকার পিষ্ট হয়ে। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।