ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ট্রাক ও বাসের পাশাপাশি সংঘর্ষে মিনহাজ উদ্দিন (৬৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৬ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাটা গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাস যাত্রী মিনহাজ উদ্দিন ধামরাই পৌরসভার ঘড়িদ্বার পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকার দিকে যাওয়ার পথে ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী বাসকে পাশ থেকে ধাক্কা দেয় আরিচার দিকে যাওয়া একটি ট্রাক। এ সংঘর্ষের সময় বাসের ভেতরে থাকা সাত যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মিনহাজ নামে একজনকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা গেলেও বাসের চালক ও ট্রাক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।