ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমি তাবলিগের সাথী: ধর্ম প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আমি তাবলিগের সাথী: ধর্ম প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খাঁন বলেছেন, আমি তাবলিগের সাথী। তাবলিগে দুই ভাগে বিভক্ত থাকবে না।

তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন। যেমন দুই ভাগে বিভক্ত। এগুলো আর থাকবে না।  

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় আহমাদিয়া আরাবিয়া মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থান শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, জ্ঞানের বোঝ আল্লাহ যখন দিবেন অবশ্যই আল্লাহ এর সমাধান করবেন। এর মানে এই না তাবলিগ খারাপ। তাবলিগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হয়তো দ্বন্দ্ব হয়েছে সাময়িক ভাবে। তাদের সমাধান আল্লাহ  অবশ্যই করবেন।

মন্ত্রী আরও বলেন, আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত নিজের জন্য দরকার। নিজের সুবুদ্ধির জন্য দরকার। তাবলিগে গিয়ে শিখা যায়। আমি গিয়ে শিখেছি। আমার বাবা তাবলিগে গিয়ে মারা গেছেন। যুবকদের কাছে অনুরোধ আল্লাহকে পেতে হলে তাবলিকে সময় দাও।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।