ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বর্ষবরণের ফানুস থেকে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
যাত্রাবাড়ীতে বর্ষবরণের ফানুস থেকে আগুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

পুলিশ ধারণা করছে ফানুস ওড়ানোর কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, মাতুয়াইল এলাকার গনি সাহেব এর তৃতীয় তলার বাড়ির ছাদে পরিত্যক্ত লাকড়ির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে নতুন বছর বর্ষবরণ করতে লোকজন আতশবাজির পাশাপাশি ফানুস ওড়াচ্ছে।   এইসব কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে সর্বশেষ জানা যায়, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।