ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে হাতকড়াসহ আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বরিশালে হাতকড়াসহ আসামির পলায়ন

বরিশাল: বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। তার নাম মাসুদ খান।

এ ঘটনায় হাসপাতালে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, একটি চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ খান নামে এক আসামিকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিল দুই পুলিশ সদস‌্য। শনিবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যান।  

আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মশিউর রহমান ও কনস্টেবল সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।