ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বগুড়ায় শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে বই বিতরণ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বই বিতরণ কর্মসূচি উপলক্ষে শহীদ মিনারের বেদিকে বানানো হয় মঞ্চ। সেই মঞ্চে ওঠে শিক্ষার্থীদের হাতে যারা বই তুলে দিয়েছেন সেই শিক্ষকদের প্রত্যেকের পায়ে রয়েছে জুতা।

এমনকি শিক্ষার্থীদের পায়েও জুতা-স্যান্ডেল ছিল।  

শনিবার (১ জানুয়ারি) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের একটি টেবিল শহীদ মিনারের বেদিতে রেখে তার ওপর বিতরণের জন্য নতুন বই জমা করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় কয়েকজন অভিভাবককেও জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে দাঁড়ানো দেখা যায়।  

ওই বই বিতরণ কর্মসূচিতে উপস্থিত হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার ভুল স্বীকার করে বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ঠিক হয়নি- এটা আমাদের ভুল হয়েছে। ’

তিনি দাবি করেন, প্রথমে কিছু বই এভাবে ভুল করে ওই স্থানে দাঁড়িয়ে বিতরণ করা হলেও পরে শহীদ মিনারের বেদি থেকে নিচে নেমে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়।  

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে ওঠে বই বিতরণ করে তারা অন্যায় করেছেন। বিষয়টি তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।