কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এমদাদুল হক বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীর ৯ ও ১০ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় অন্তত ১৫ জন রোহিঙ্গা।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসবি/আরআইএস