ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা-সাংবাদিক ওসমানুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জানুয়ারি ৩, ২০২২
মুক্তিযোদ্ধা-সাংবাদিক ওসমানুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী  ওসমানুল হক

দৈনিক আজাদীর প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. ওসমানুল হকের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ দুর্ঘটনা কবলিত হয়ে নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে সাতদিন কোমায় থাকার পর গত ২০০৫ সালের ৩ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

কর্মজীবনে নিবৃতচারী এই সাংবাদিক দৈকিন ইত্তেফাকে সাবএডিটর হিসেবে সাংবাদিতা জীবন শুরু করেন।

 

ছাত্রজীবন থেকে ছিলেন রাজনীতি সচেতন এরই ধারাবাহিকতায় ষাটের দশকে তৎকালীন চট্টগ্রাম (চট্টগ্রাম দক্ষিণ জেলা) দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পরে যুদ্ধ শুরু হলে ভারতে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ এবং দেশে ফিরে বৃহত্তর সাতকানিয়ার (সাতকানিয়া-লোহাগাড়া) ডেপুটি কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।  

স্বাধীনতার পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ ও যুবলীগের যুগ্ম সম্পাদক, সাতাকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং সাতকানিয়া আ.লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। দৈনিক আজাদীতে কর্মরত অবস্থায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই মুক্তিযোদ্ধা-সাংবাদিক ওসমানুল হক।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।