ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মানিকছড়িতে যুবলীগ নেতা অপহরণ: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মানিকছড়িতে যুবলীগ নেতা অপহরণ: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মানিকছড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন (২৭) অপহরণের ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (০৩ জানুয়ারি) সকাল থেকে সংগঠনটির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে।

বন্ধ রয়েছে দোকানপাট। মানিকছড়ির অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন গত ১ জানুয়ারি রাতে মানিকছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন। ঘটনার পর দিন সকালে বাড়ির অদূরে গহীন জঙ্গল থেকে নিখোঁজ ইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছেন।  

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম  জানান, যুবলীগ নেতা নিখোঁজের বিষয়টি জানার পর থেকে আমরা কাজ করছি।

আরও পড়ুন >>> মানিকছড়ি থেকে যুবলীগ নেতা অপহৃত

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ