ঢাকা: এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় মালিক-সুকানি-মাস্টার দায়ী এবং ইঞ্জিনেও ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সোমবার (৩ জানুয়ারি) রাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সোমবার (৩ জানুয়ারি) রাতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। মালিক, সুকানিসহ যারা ছিল তাদের দুর্বলতা ছিল। লঞ্চটি নির্মাণের মধ্যেও দুর্বলতা ছিল। মালিক হোক বা যারাই দায়ী হোক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লঞ্চের ইঞ্জিনেও সমস্যা ছিল জানিয়ে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, এটার জন্য ডকইয়ার্ড কর্তৃপক্ষ দায়ী। এজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। আগুনে ৪৮ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলামকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমআইএইচ/আরআইএস