পাবনা: বসুন্ধরা গ্রুপের সহায়তায় পবনায় ৪০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধা সেতারা খাতুন বলেন, ‘কয়েক দিনের শীতে মোটা একটা কাপড়ের জন্যি একটু ভালো করে ঘুমও পাড়বের পারতেছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করতিছিলেম। কত জনেক কইছি একটা কম্বল দেওয়ার জন্যি, কেউ দেয় নাই। আজ ইনারা (বসুন্ধরা গ্রুপ) একটা কম্বল দিলো। বাপু রে অনেক দরকার ছিল কম্বলটা। ’
রিকশাচালক মোসলেম উদ্দিন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘ছোট মেয়েটা একটা কম্বল কম্বল করে অনেক দিন ধরে জিদ করতেছিল। মেয়েটা কম্বলটা পেলে খুব খুশি হবিনি। দোয়া করি যারা আজ কম্বলটা দিলো তাদের আল্লাহ যেন মঙ্গল করে। ’
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাকটর ও উপদেষ্টা আলি আকবর মিয়া রাজু, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, দেশ রূপান্তর পত্রিকার পাবনা প্রতিনিধি রিজভী জয়, কালের কণ্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি শেখ রাফসান যানী সজীব, সহ-সভাপতি সাহেরা আক্তার (ঊর্মি), সাধারণ সম্পাদক সূচিত্রা পূজা, সহ-সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম লিয়ন, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম জয়, অর্থ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুক্লা খাতুন, ক্রীড়া সম্পাদক মোবাশ্বিরা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক লাবিবা চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুখশানারা শবনম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনিক আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিন সাদিক, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাগর সরকার সন্দ্বীপ, সানজিদা ইসলাম পুষ্পিতা, রূপা খাতুন, আকাশ হোসেন লিমন, মোস্তাফিজুর রহমান, রায়েলিয়া হাসান ও মনিরুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরআইএস