ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানলে করোনা মোকাবিলা সম্ভব: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানলে করোনা মোকাবিলা সম্ভব: স্পিকার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার সময়ে সবার অর্থনৈতিক সুরক্ষা এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান করোনা সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টারে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 'বার্ষিক শীতকালীন প্রীতিভো' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। যারা অতীতে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে কাজ করেছেন তারাও খুবই আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। অ্যাসোসিয়েশনে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্তি খুবই যুগোপযোগী বিষয়। এসময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সবার অর্থনৈতিক সুরক্ষা এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস সফল ও স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ উদযাপন করেছে। মুজিববর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন আয়োজন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ আলোচনা সংসদের দুটি ঐতিহাসিক মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ একটি ঐতিহাসিক ঘটনা। মাস্ক পরাসহ অপরাপর স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান করোনা সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসাদুজ্জামান সম্রাট, কাজী সোহাগ, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সংসদ সচিবালয়ের পরিচালক মো. তারিক মাহমুদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এসকে/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।