ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের ক্রিকেট দলকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
বাংলাদেশের ক্রিকেট দলকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

ঢাকা: নিউজিল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।  

বুধবার (৫ জানুয়ারি) মার্কিন রাষ্ট্রদূত এক টুইটার বার্তায় এ অভিনন্দন জানান।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার টুইটারে বলেন, ‌‘বাহ, টাইগারদের এ কী পারফরম্যান্স! এ অবিশ্বাস্য জয়ের জন্য টাইগারদের এবং তাদের লাখ লাখ ভক্তদের অভিনন্দন!’

টুইটারে তিনি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারি) নিউজিল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বিজয়ী হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।