ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

শাহজাদপুরে শীতার্তের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

ডিস্টিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
শাহজাদপুরে শীতার্তের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।

বুধবার (০৫ জানুয়ারি) সকাল ১১টায় শাহজাদপুর শাখা শুভসংঘ উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই কম্বল বিতরণ করা হয়।

পৌর সদর থানার ঘাট মাদরাসার পাশে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম। শুভসংঘ শাহজাদপুর শাখার প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের শাহজাদপুর প্রতিনিধি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন মিয়া, শুভসংঘের শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক খন্দকার চঞ্চল মাহমুদ, উপদেষ্টা এ কে এম মোমেন তরুণ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘ শাহজাদপুর শাখার সহসম্পাদক মিয়া সেজান রহমান পর্ব।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।