ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনে ঢিল, চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
চলন্ত ট্রেনে ঢিল, চালক আহত প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চলন্ত ট্রেনে ইট দিয়ে ঢিল ছোড়া হলে ট্রেনটির চালক আহত হন। পরে ট্রেনটি কিছুক্ষণ থামিয়ে আহত চালককে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার মনতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রেন চালকের নাম তৌহিদুল মোরসালিন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, বুধবার সিলেট থেকে একটি মালবাহী ট্রেন চট্টগ্রাম যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মাধবপুর উপজেলার মনতল রেলস্টেশনে পৌঁছালে কে বা কারা ইট দিয়ে ট্রেনটিতে ঢিল ছোড়েন। এতে ট্রেনের চালক তৌহিদুল মোরসালিন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে ট্রেন থামিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি বলেও রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।