ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অপশক্তির বিরুদ্ধে তরুণরা বিশেষ ভূমিকা রাখতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
‘অপশক্তির বিরুদ্ধে তরুণরা বিশেষ ভূমিকা রাখতে পারে’ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুতথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে’ অনুষ্ঠিত জাতীয় কর্মশালা

ঢাকা: অপশক্তির বিরুদ্ধে তরুণরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সমজাকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি আরও বলেন, যুবরা দেশের ভালো-মন্দ তুলে ধরবে।

কুতথ্য, গুজব বা অপপ্রচার তুলে ধরবে না। তাহলেই আমরা এগিয়ে যাবো।

বুধবার (০৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুতথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে’ অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত কর্মশালায় যশোর ও ময়মনসিংহে সাত মাস ধরে প্রশিক্ষিত ২০ সদস্য ছাড়াও সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মীরা অংশ নেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সবসময়ই চায় জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত হোক। কিন্তু এর সুযোগ নিয়ে সরকারকে বিব্রত করতে কারও অসাধু কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবেই দেশের সব অফিস-আদালত ডিজিটালাইজড করেছে। এখন এক মিনিটের জন্যেও কোনো গুরুত্বপূর্ণ কোনো ফাইল আটকে থাকে না।

এর আগে কর্মশালার শুরুতেই মূল বক্তব্য উপস্থাপন করেন রাষ্টবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু মজুমদার। এরপরে মুক্ত আলোচনায় প্রশিক্ষিত টিসিএস সদস্যরা অংশ নেন।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোনিয়া আক্তার, সুপ্রিম কোর্টের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও জনউদ্যোগের আহ্বায়ক ডা মোশতাক হোসেন, এইজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, অ্যাকশন এইডের ব্যবস্থাপক নাজমুল আহসান, অক্সফ্যামের সোশিও ইকোনমিক স্পেশালিস্ট গিতা অধিকারী, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাকারিয়া, আইইডির সমন্বয়ক জ্যোতি চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালজ নুমান আহমেদ খান। কর্মসূচিটি সঞ্চালনা করেন আইইডির অন্যতম সমন্বয়ক তারিক হোসেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।