মাদারীপুর: প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোটসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে বন্ধ ছিল সব নৌযান চলাচল।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) দিনগত রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। ভোরে চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকায় নৌরুটে সামান্য দূরত্বেও দিক নির্ণয় অসম্ভব হয়ে পড়ে। ফলে লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কমে এলে নৌযান চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে সকাল ৯টার পর নৌযান চলাচল শুরু করে। ’
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআরএ