ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকার বাউনিয়ায় ইজিবাইক তৈরির কারখানায় লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, তুরাগ থানার বাউনিয়া এলাকায় বটতলায় একটি টিনশেড ভবনে আগুন লেগেছিল। সেখানে ইজিবাইক তৈরির করা হতো। ফায়ার সার্ভিসের কাছে দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ আসে। ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। দুপুর ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন...
** তুরাগে ইজিবাইক তৈরির কারখানায় আগুন
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এজেডএস/পিএম/আরবি