ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাং সেলিম উদ্দিন।

চুক্তিতে আরইবির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলি কদর।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. হান্নান মিয়াকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২১ ডিসেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।