ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, জানুয়ারি ৭, ২০২২
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

বরিশাল: শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মাসুদ খানকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।  

বৃহস্পতিবার বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল মুনিম।

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, গোপন সংবাদ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করা হয়।

নগরের একটি চুরির ঘটনায় গণপিটুনির শিকার মাসুদ খানকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতয়ালি মডেল থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান হাতকড়াসহ পালিয়ে যান। এঘটনায় এসআই নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জানুয়া‌রি ০৭, ২০২২
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।