ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিফেন্স পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
ডিফেন্স পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি ডিফেন্স পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি

নরসিংদী: নরসিংদীর পলাশে ডিফেন্সের লোক পরিচয়ে তল্লাশির নামে মো. আবুল কাশেম নামে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাশেম পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক  এবং পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

আবুল কাশেম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছয়জন ডিফেন্সর লোক পরিচয় দিয়ে মাদক থাকার কথা বলে আমার বাসায় প্রবেশ করে। এ সময় বাসা তল্লাশির নামে আমার স্ত্রীসহ সবাইকে বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখায়। পরে তারা বাসা থেকে প্রায় ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনা আমরা মৌখিকভাবে শুনেছি, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।