ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গহীন পাহাড়ে অভিযান, অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জানুয়ারি ৭, ২০২২
গহীন পাহাড়ে অভিযান, অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় র‌্যাব-১৫ এর অভিযানে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের একটি পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর একটি দল।

 

এসময় পাহাড়ে জ্বালানি কাঠের বোঝা নিয়ে চলতে থাকা চারজন র‌্যাব সদস্যদের দেখে পালানো চেষ্টা করলে তাদের আটক করা হয়। এরপর তল্লাশি করে কাঠের বোঝার মধ্যে ‍লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি স্টেনগান, চারটি দেশীয় অস্ত্র এবং পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি এবং তিন রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

আটক ওই চার ব্যক্তি হলেন-কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) এবং মো. খাইরুল আমিন (১৯)।
 
র‌্যাব-১৫ এর  অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক) ল’ অ্যান্ড মিডিয়া মো. আবু সালাম চৌধুরী জানান, অস্ত্রসহ আটক চার রোহিঙ্গার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।