ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরের ধাক্কায় মাহমুদ হাসান শুভ (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ সাহেবের হাট সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত শুভ চরলরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস সহিদের ছেলে। সে স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।  

স্থানীয়রা জানান, সকালে চরলরেঞ্চ বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ির ফিরছিল শুভ। পথে লরেঞ্চ সাহেবের হাট সড়কের খোকন চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।