ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জানুয়ারি ৭, ২০২২
মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাশতৈল ইউনিয়নের গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সখিপুর  থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

>>>আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ ৩ জন নিহত


বাংলাদেশ সময়:১৪৪৮ ঘণ্টা.৭ জানুয়ারি, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।