ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে পোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
লক্ষ্মীপুরে পোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সদর উপজেলায় পোকা মারার ওষুধ খেয়ে মাজেদ সাইফ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।

মাজেদ লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রামের বদ্দের বাড়ির সৌদি প্রবাসী মো. বেলালের পুত্র।

মাজেদের পরিবারের সদস্যরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পোকা মারার জন্য ঘরে ওষুধ নিয়ে আসলে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু মাজেদ ওষুধগুলো মুখে দেয়। পরে বমি করলে তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সদর হাসপাতালে নিলে তার অবস্থা আরও খারাপ হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।