ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ৪৯৪৫ পিস ইয়াবাসহ আটক ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জানুয়ারি ৭, ২০২২
টঙ্গীতে ৪৯৪৫ পিস ইয়াবাসহ আটক ২   আটক দু’জন

সিরাজগঞ্জ: গাজীপুরের টঙ্গীতে ৪ হাজার ৯৪৫ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ।

 

আটকরা হলেন- চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার শীলকূপ গ্রামে মৃত ফোরক আহমদ শিকদারের ছেলে ইউনুস শিকদার (৩৮) ও শরীয়তপুর জেলার সখিপুর থানার মজিদআলী মোল্যার কান্দি গ্রামের মৃত আস্রাব সরদোরের ছেলে চুন্নু মিয়া সরদার (৩৭)।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া (মোল্লাবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ জব্দ করা হয়েছে ৪ হাজার ৯৪৫ পিচ ইয়াবা। আটক দু’জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।