ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁ ও মান্দায় শুভসংঘের ৬০০ কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
নওগাঁ ও মান্দায় শুভসংঘের ৬০০ কম্বল বিতরণ

নওগাঁ: ‘অ্যাকন অ্যানা উসুমোত থ্যাকবা প্যারমু। হামার ভালোই উপকার হলোবা।

বসুন্ধরার এই কম্বল গায়োত দিয়া ঘুমামু’। কথাগুলো বলছিলেন বক্তারপুর গ্রামের সত্তর বছরের বৃদ্ধা মনোয়ারা বেগম।

নওগাঁ সদরের সুলতানপুর মহল্লার দুস্থ আকি বেগম কম্বলটা হাতে নিয়ে বললেন, ‘এর আগোত করুনার সময়ত তোমরা হ্যামাকোক চাল, ডাল, আটা দিছিলিন আ্যাকন আবা এই শীতোত কম্বল দিলিন তোমরাই গরিবগুনার আসল মানুষ। খুবি ভালো লাগোছেরাবা। তোমাকের মালিকের জুন্য দোয়া করোছি। ’

শুক্রবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় নওগাঁ পিটিআই স্কুল মাঠে কম্বল বিতরণের সময় কম্বল হাতে পেয়ে কথাগুলা তারা বলছিলেন। হাপানিয়া গ্রামের বাবলু কম্বল পেয়ে বললেন, ‘হ্যামি ওজ বিয়ানে বাড়ি বাড়ি য্যায়া ম্যানসের গাইয়ের দুদ দুয়ে দেই। শীতোত খুব কষ্ঠ হছিলো। অ্যাকন এড্যা গায়োত দিয়া যমু। ’

শুত্রবার নওগাঁ পিটিআই স্কুল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দীন। তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, মহামারি করোনার সময় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘ খাদ্য নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিল। এবারও তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। আমি মনে করি এটি অভাবনীয় ব্যাপার। আমি বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জনাই। আশা করবো দুস্থ দরিদ্রদের প্রতি এই বসুন্ধরা গ্রুপের হাত আরো সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁ প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের সুপার আজিজুর রহমান বলেন, বর্তমানে তীব্র শীতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। কম্বল বিতরণ করে শীতার্ত মানুষে মাঝে যেভাবে এগিয়ে এসেছে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আশাকরি বসুন্ধরা গ্রুপ এ ধরনের মহান কাজে আরো ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের নওগাঁ জলা কমিটির সহ-সভাপতি মাহাবুবর হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার শুভ্র, দপ্তর সম্পাদক ঋতু সাহা, নারী বিষয়ক সম্পাদক নূরে জান্নাত লিমা, তাহমিদ রহমান তানভীরসহ শুভসংঘের বন্ধুরা।

মান্দা: মান্দায় শুক্রবার বিকেলে ৩০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। এ সময় কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ নওগাঁর সহসভাপতি মাহবুবুর হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার শুভ্র, দপ্তর সম্পাদক ঋতু সাহা, নারী বিষয়ক সম্পাদক নুরে জান্নাত লিমা, মান্দা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম, মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।