ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমোহনে বাস খাদে, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
লালমোহনে বাস খাদে, আহত ৩০ খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় আবুগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।  

শনিবার (০৮ জানুয়ারি) সকালে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসা চলে যায়।

আহতরা হলেন- মেহেদী, ইসমাইল, তোফাজ্জল, ইব্রাহিম, সুমাইয়া, নাহিদ, আসাদুজ্জামান, সাজ্জাদ, মিলন, সুমন। আহতদের মধ্যে অধিকাংশ চরফ্যাশন ও লালমোহনের বাসিন্দা।

জানা গেছে, সকাল ৯টার দিকে আবুগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চরফ্যাশন থেকে ভোলা উদ্দেশে বাস মালিক সমিতির একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে একজন পথচারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা চেস্টা চালাচ্ছে।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।