ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় তক্ষকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
পাথরঘাটায় তক্ষকসহ আটক ১

বরগুনা: বরগুনার পাথরঘাটা কোটি টাকা মূল্যের দুটি তক্ষক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় শাজাহান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে চরদুয়ানী ইউনিয়নের শাফেজপুর এলাকা থেকে তাকে আটক করেছেন র‌্যাব-৮, ক্রাইম প্রিভেনশন পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ টিম। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার, বিএন মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, তক্ষক শিকার করা বন্যপ্রাণী আইনে গুরুতর অপরাধ। দুটি তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। আটক শাজাহানকে আইনি প্রক্রিয়া শেষে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে। বন্যপ্রাণী শিকার বন্ধে র‌্যাব সব সময় তৎপর। উদ্ধারকৃত তক্ষক পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।