ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ৬০০ শীতার্ত মানুষ পেল বিজিবির শীতবস্ত্র 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
সাভারে ৬০০ শীতার্ত মানুষ পেল বিজিবির শীতবস্ত্র 

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ জানুয়ারি) সকালে সাভারের অধরচন্দ্র বিদ্যালয় মাঠে প্রায় ৬০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা ব্যাটালিয়ন-৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো।

লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, আপনারা জানেন বিজিবি যেকোনা ক্রাইস মোমেন্টে জনগণের জন্য কাজ করে থাকে। প্রতিবারের মতো এবারও আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এবং বিজিবির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি।  

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির অনান্য কর্মকর্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।