ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বন্ধুত্বের ফাঁদে অর্থলুটের দায়ে ৭ বিদেশিসহ আটক ৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, জানুয়ারি ১২, ২০২২
বন্ধুত্বের ফাঁদে অর্থলুটের দায়ে ৭ বিদেশিসহ আটক ৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় সূত্রে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। এর মধ্যে ৭ জন বিদেশি নাগরিক।

 

বুধবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের ফাঁদ পাতা হতো। এর জেরে বিদেশ থেকে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা আত্মসাত করে আসছে একটি চক্র।

এই প্রতারক চক্রের ৭ বিদেশি নাগরিকসহ ৯ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ