সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকার চাঁদাবাজির ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিনুল ইসলাম।
এর আগে, শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে শরিফ উদ্দিনকে ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতেই তিন জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত পাঁচ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আশোক ও এ এস আই সাইফুল ইসলাম।
গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজার পিতা মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে৷
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যায় চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে৷ সেখানে আসামির লোকজন আমাদের ওপর হামলা করে। আসমি এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই৷
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় রাতেই আমাদের এক পুলিশ বাদী হয়ে মামলা করে৷ সেই মামলায় তিনজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়। আজ চাঁদাবাজি মামলার গ্রেফতার আসামি শরিফ উদ্দিন ফকিরকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময় ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএফ/এসআইএস