ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

ঢাকা: রাজধানীর মীর আ. হান্নান (৫৮) নামে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মাদপুর বসিলা থেকে তাকে উদ্ধার করে স্বজনরা।

পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হয়। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হান্নান বিমানবন্দর এলাকায় বাংলাদেশ আর্মড (এপিবিএন) পুলিশ ব্যাটালিয়নে সহকারী উপ-পরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন।

হান্নানের আত্মীয় আ. মোমেন জানান, দুপুর ৩টার দিকে বসিলায় রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে হান্নানের ফোন থেকেই পথচারীরা তাদেরকে কল দেয়। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্বজনরা জানায়, কর্মস্থল থেকে ছুটি নিয়ে রোববার দুপুরে তিনি গ্রামের বাড়ি সাতক্ষিরার কলারোয়ায় যাচ্ছিলেন। পথে এই ঘটনার শিকার হন। তবে তার কাছ থেকে কি খোয়া গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তার ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিলো। সেখানে তার স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।