ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন বাড়িতে পানি ছিটানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে রফিকুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মজিদুর রহমান সাদা।

রফিকুল ইসলাম উপজেলার আসমতপুর গ্রামের মাহাতাব উদ্দীন মন্ডলেরর ছেলে। তিনি পরিবার নিয়ে পৌর শহরের গৃধারীপুর গ্রামে থাকতেন।

পলাশবাড়ী পৌরশহরের চৌধুরী মার্কেটে মন্ডল হার্ডওয়্যার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

স্থানীয়রা জানান, বিকেল বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের ছাদে উঠে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন রফিকুল ইসলাম।

এসময় ভবনের দেড়ফুট দূরত্ব দিয়ে ৩৩শ’ কেভি পল্লী বিদ্যুতের তারে পাইপের পানি লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ধ্যায় বাড়ির পাশে এসএমবি হাই স্কুল মাঠে রাখা মরদেহ নড়ে উঠার গুজব ছড়ায়। পরে ডাক্তার মজিদুর ঘটনাস্থলে এসে দ্বিতীয় দফা পরীক্ষা- নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডাক্তার মজিদুর রহমান বাংলানিউজকে বলেন, পরীক্ষা- নিরীক্ষায় রফিকুলের হার্টবিট, পালস কিছুই পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।