চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় লাটাহাম্বার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে জাহিদুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চারমাইল এলাকার সিপি বাংলাদেশের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের কুমোরপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন জাহিদুল। পথে চারমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লাটাহাম্বার (গরু/মালপত্র বহনের শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহিদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআই