ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত ট্রাক্টর

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আবুল কালাম আজাদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।

 

সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ধামইর ইউনিয়নের শিমুলতলা আদিবাসীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আজাদ উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী দিঘী গ্রামের অমিজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলপুর বাজারে নিজ দোকানে রোগী দেখা ও ওষুধ বিক্রি শেষে সোমবার রাতে পল্লি চিকিৎসক আজাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।