ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট চলছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনবীজী সমিতির নির্বাচনে চলছে ভোটগ্রহণ।  মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে লড়াই চলছে। একটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার মনোনীত, অপরটি বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার মনোনীত রতন-আনোয়ার পরিষদে সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট মানিক মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. গোলজার হোসেন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ-আলম শামীম, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া। কার্যকরী সদস্য অ্যাডভোকেট মো. ফাইজুর রহমান বাবলু, অ্যাডভোকেট নয়ন ঢালী, অ্যাডভোকেট ফাতেমা, অ্যাডভোকেট নুরুল কাদীর সোহাগ ও অ্যাডভোকেট মো. ফারুক মিয়া।

অপর দিকে বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী মনোনিত জুয়েল-রনি পরিষদের সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমীন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহম্মদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস।

আইনজীবী সমিতির নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার হলেন অ্যাডভোকেট আব্দুর রহিম, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট আশরাফ হোসেন ও অ্যাডভোকেট শুকচাঁদ সরকার।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।