ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিকাটায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
মাটিকাটায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- মো. রাইয়াত উল্ল্যাহ (২৪), রবিউল ইসলাম (৪৫) ও মোছা. জেসমিন আক্তার (২৬)।

এএসপি নোমান আহমদ বাংলানিউজকে বলেন, সোমবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা মাতবরবাড়ী রোডের আব্দুল কাজী সাত্তার রেজার ৪৪/৩ নম্বর বাসার ৫ম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে ১ হাজার ৬৬৫ পিস ইয়াবা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনম্যান্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।