বরিশাল: ঢাকা বরিশাল নৌরুটের সুরভী ৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক মুরাদ আহম্মেদ, ফিরদাউস সোহাগ, এস এম জাকির হোসেন, অপূর্ব অপু প্রমুখ।
বক্তারা বলেন, সুরভী ৯ লঞ্চে সাংবাদিকদের ওপর ন্যাক্কার জনক হামলার ঘটনায় মামলার প্রধান আসামি মিজানকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। মনে হচ্ছে পুলিশ টাকা খেয়ে আসামিকে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর টিকিট দিয়ে দিয়েছে।
অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করে- বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন।
প্রসঙ্গত, ৯ জানুয়ারি সকালে সুরভী ৯ লঞ্চে যাত্রীদের ওপর লঞ্চ স্টাফদের হামলার ভিডিও ধারণ করতে গেলে চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন রুহুল আমিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন দেওয়ান মোহনকে মারধর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এমএস/জেডএ