ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হাবীবুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
সাংবাদিক হাবীবুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন নিহত সাংবাদিক হাবীবুর রহমান

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক হাবীবুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৯জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফারহানা ইয়াসমীন।

এর আগে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ খলিফা। সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, মৃতের মুখ মণ্ডল থেতলানো, চোয়াল বিচ্ছিন্ন,  গালে এক ইঞ্চি কেটে ঝুলে গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে হাবিবের মরদেহ বুঝে নেন, তার চাচাতো ভাই এনায়েতউল্লাহ। তিনি বলেন, ঢাকার তিন জায়গায় জানাযা হবে। তারপর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়ায় শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিহতের সহকর্মী ইমরুল কায়েস বলেন, বেলা আড়াইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রথম জানাযা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা, তৃতীয় জানাযা হবে সময়ের আলো পত্রিকা অফিস প্রাঙ্গনে।

>>>আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমান নিহত

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা,১৯ জানুয়ারি, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।